আপনারা যারা জুয়েলারি এবং প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তারা এই কোর্সের ভিডিও গুলো দেখতে পারেন। এখানে খুজে পেতে পারেন আপনাদের করা ভুল পদক্ষেপগুলো অথবা আপনাদের কাজের সাথে যোগ করতে পারেন আমার কাজের অভিজ্ঞতাগুলো।
যারা একদম নতুন, এই বিজনেস সম্পর্কে কিছুই জানেন না । যারা শাইনঅন নিয়ে কাজ শুরু করতে চান তারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এই কোর্সে শাইন অন -এ কিভাবে ফেসবুক এডস এর মাধ্যমে কাজ করবেন তা শিখানো হবে। এই কোর্সটি করলে আশা করি আপনাকে শিখতে আর কারও কাছে যাওয়া লাগবে না।
এই কোর্সে আপনাকে বিজনেস এর শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ দেখানো হবে। কিভাবে কাজ করলে আপনি কাজ করে সফল হবেন। কিভাবে আমি জুয়েলারি বিক্রি করছি তার সকল তথ্য এই কোর্সের ভিডিও এর মাধ্যমে পাবেন।
কোর্সটি সবার জন্যই। যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
* আপনি একদম নতুন?
>> আপনি এই কোর্স করেই কাজ শুরু করতে পারবেন।
* আপনি এর আগে কাজ করেছেন এবং আবার নতুন করে শুরু করতে চান?
>> আপনিও এই কোর্সটি করে কাজ শুরু করতে পারেন।
* আপনি শাইন অন বিজনেস সম্পর্কে শিখতে আগ্রহী?
>> আপনি এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন।
* আপনি ফেসবুক পেইড মার্কেটিং শিখতে আগ্রহী?
>> আপনি এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন।
* আপনি প্রিন্ট অন ডিমান্ড শিখতে আগ্রহী?
>> আপনি এই কোর্সে প্রিন্ট অন ডিমান্ড এর সকল তথ্য পাবেন এবং আশা করি এই কোর্স করেই কাজ শুরু করতে পারবেন।
* আপনি প্রিন্ট অন ডিমান্ড এর ডিজাইন শিখতে আগ্রহী?
>> এই কোর্সে দেখানো হবে কিভাবে প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট এর জন্য ডিজাইন করা হয়।
আপনি কোর্স ফি পরিশোধ করে যদি কাজ শুরু করতে পারেন তাহলে এই কোর্স আপনার জন্য। প্রিন্ট অন ডিমান্ড একটি অনলাইন বিজনেস। এই কোর্সে সকল তথ্য পেইড বিজনেস এর জন্য দেওয়া হবে। এই কোর্স করে আপনি বসে বসে লাখ টাকা ইনকাম করতে পারবেন না অথবা ফেসবুক এডস দেওয়া ছাড়া আয় করতে পারবেন না। এই কোর্সে আপনাকে ফ্রি ইনকাম করানো শিখানো হবে না। তাই দয়া করে ভাববেন না কোর্স করেই আপনি লাখ টাকা ইনকাম করা শুরু করে দিবেন। এই কোর্সে আমি দেখাব কিভাবে কাজ করে আমি জুয়েলারি এবং প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট গুলো ফেসবুক এ বিক্রি করি। এটা যেহেতু বিজনেস তাই এখানে লাভ লস দুটোই আছে। এখানে আপনি যে শুধু লাভ করবেন তা ভেবে কোর্স করতে আসবেন না। আপনার পরিবার এর বর্তমান অবস্থা যদি ভাল না হয় এবং কোর্স ফি যদি আপানার শেষ সম্বল হয় তা হলে এই কোর্স আপনার জন্য না। কারও থেকে যদি লোণ করে কোর্সে অংশগ্রহণ করতে হয় তা হলে এই কোর্স আপনার জন্য না। যদি ১২৫০০ টাকা আপনার কাছে কোর্স ফি বেশি মনে হয় তাহলে এই কোর্স আপনার জন্য না।
যেহেতু এটা একটি বিজনেস তাই এখানে আপনাকে অনেক কিছু শিখতে হবে। কোর্স করে আপনি কতটুক সফল হবেন তা একান্তই আপ[নার কাজের উপর নির্ভর করবে। কোর্সে আমি আপনাদের দেখাব কিভাবে কাজটা করতে হয়। আপনার কাজ আমি করে দিব না। তাই কোন প্রকার লোভে পরে কোর্সে অংশগ্রহণ করবেন না। আপনার কাজ আপ্নাকেই করতে হবে। যারা শিখে ঠিক মত সঠিক ভাবে কাজ করবেন তারাই সফল হতে পারবেন। আজ শিখে কাল সফল হয়ে যাবেন এমন যারা ভাববেন তারা কোর্সে অংশগ্রহণ করবেন না। যাদের ধৈর্য কম। এক জায়গায় বেশিদিন স্থির থাকতে পারেন না তাদের উচিত এই সেক্টর থেকে বের হয়ে যাওয়া। তাদের জন্য আমার এই কোর্স না। এখানে আপনাকে ধৈর্য ধরে বুজে বুজে কাজ করতে হবে। এখানে মুখস্ত বিদ্যার কিছুই নাই। আপনাকে নিজের মাথা ব্যাবহার করে কাজ করতে হবে। তাই কোর্সে অংশগ্রহণ করার আগে বুজে অংশগ্রহণ করবেন। আপনার ১২৫০০ টাকা নেওয়া আমার মুল লক্ষ না। কাজ শিখে কাজ করবেন এটাই আমার মুল লক্ষ।
অনেকেই প্রশ্ন করেন কত টাকা নিয়ে বিজনেস টা শুরু করবেন। ভাই এটা বিজনেস লাভ এবং লস দুটোই আছে। এখানে ইনভেস্ট করার নির্দিষ্ট কোন ধরা বাধা নিয়ম নাই। আপনি $500 দিয়েও শুরু করতে পারেন আবার $5000 দিয়েও শুরু করতে পারেন। যে কাজটা বুজে ভাল কাজ করতে পারে সে $500 দিয়েও প্রফিট করতে পারে আর যে না বুজে কাজ করে সে $5000 দিয়েও পারে না। আশা করি এখানে আপনাদের উত্তর পেয়ে গেছেন। এটা নিয়ে কোন ইনবক্স করবেন না।
আপনাদের যাদের কোর্সের সাপোর্ট নিয়ে প্রশ্ন আছে আরা এই পার্ট টা ভাল করে পরবেন। কোর্স টা যেহেতু গ্রুপ করে করানো হবে আপনাদের জন্য আলাদা গ্রুপ থাকবে যেখানে আপনারা যে কোন প্রশ্ন করতে পারবেন। আমার ফেসবুক পেজ -এ যে কোন সময় ইনবক্স করতে পারবেন। আপনাদের জন্য নির্দিষ্ট মোবাইল নাম্বার দেওয়া থাকবে যেখানে নির্দিষ্ট সময়ে যোগাযোগ করতে পারবেন। আর আমার প্রিন্ট অন ডিমান্ড গ্রুপ আছেই আপনাদের জন্য লাইফটাইম।